Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম  আপনার সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন (বিনা ফিসে) ইহা বাধ্যতামূলক ★ ভবিষ্যতে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল ঝামেলা এড়াতে আজই আপনার সন্তানের জন্ম নিবন্ধন করুন সরকারী সকল  সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।


যোগাযোগ ব্যবস্থা

১নং চৈত্রকোল ইউনিয়নটি রংপুর শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও পীরগঞ্জ উপজেলা থেকে ২১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ঢাকা-রংপুর মহাসড়ক থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পীরগাঞ্জ সদর উপজেলা থেকে উত্তর-পশ্চিম কর্নারে ০১ নং চৈত্রকোল ইউনিয়ন অবস্থিত । অত্র ইউনিয়নের পুর্বে ০২ নং ভেন্ডাবাড়ী ইউনিয়ন, দক্ষিনে ০৫ নং মদন খালি ইউনিয়ন,মিঠাপুকুর উপজেলার দুইটি ইউনিয়নের মধ্যে ০১ টি ইউনিয়ন উত্তরে অবস্থিত যাহা ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন নামে এবং অন্যটি পশ্চিম দিকে অবস্থিত যাহা ১২ নং মিলন পুর ইউনিয়ন নামে পরিচিত। দক্ষিন পশ্চিমে ০৬ নং টুকুরিয়া ইউনিয়ন অবস্থিত। অত্র ইউনিয়নের মধ্য দিয়ে সোনামতি নদী প্রবাহিত এবং চৈত্রকোল বিল হতে টুকুরিয়া ইউনিয়নের উপর দিয়ে  জয়ন্তীপুর ঘাট পর্যন্ত একটি নালা প্রবাহিত ।