Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম  আপনার সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করুন (বিনা ফিসে) ইহা বাধ্যতামূলক ★ ভবিষ্যতে জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল ঝামেলা এড়াতে আজই আপনার সন্তানের জন্ম নিবন্ধন করুন সরকারী সকল  সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।


কি কি সেবা পাবেন

কি কি সেবা পাবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। “দিন বদলের বইছে হাওয়া-ডিজিটাল বাংলাদেশ আমাদের চাওয়া” মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা’র নিবাচনী অঙ্গিকার সমগ্র বাংলাদেশকে ডিজিলাইজড করা। ভিশন২০২১ অর্জনের লক্ষ্যে ০১ নং চৈত্রকোল ইউনিয়নে ডিজিটাল তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে। নির্ধারিত সেবা মুল্যের বিনিময়ে সেবা গুলি এখন আপনার হাতের নাগালের মধ্যেঃ Ø ইন্টারনেটের মাধ্যেমে দেশ-বিদেশে ই-মেইল করা যায় ও নিজস্ব ই-মেইল একাঊন্ট খোলা যায়। Ø ডি্জিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা ও ল্যামেনিটিং করা হয়। Ø সকল প্রকার ছবি ও সনদ পত্র লিমেনেটিং করা হয়। Ø বাংলা ও ইংরেজীতে জন্ম সনদ ও অন্যান্য সকল সনদ দেওয়া হয়। Ø সরকারী,বে-সরকারী সকল প্রকার ফরম ডাউনলোড করে প্রিন্ট করে দেওয়া হয়। Ø সকল প্রকার কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট করা হয় । Ø দেশ-বিদেশে ভিডিও চিত্রের মাধ্যেমে কথা বলা যায়। (একে অপরের ছবি দেখবে) Ø কৃষি বিষয়ক সকল সেবাদান, Ø ফটোকপি করা হয়। Ø শিক্ষা সংক্রান্ত যাবতীয় সেবা, Ø ইন্টারনেটের মাধ্যেমে পরীক্ষার ফলাফল দেওয়া হয়। Ø কর্ম সংস্থান তথ্য প্রদান, Ø স্বাস্থ্য সেবা প্রদান, Ø বিভিন্ন বানিজ্যক তথ্য সেবা, Ø বর্তমান বাজার দর। Ø bkash এর মাধ্যেমে দেশ-বিদেশ টাকা লেন-দেন করা যায়। বিষয়টি বহুল প্রচারের জন্য আপনার সাবিক সহোযোগিতা কামনা করছি।

 

যোগাযোগের ঠিকানাঃ মোঃ বাকিবিল্লাহ আল হাসান রোকন

পরিচালক, ইউ,আই,এস,সি

০১ নং চৈত্রকোল,পীরগঞ্জ,রংপুর।

মোবাঃ01710727621

E-mail:bakibillhaallhasan1980@gmail.com