জনাব মোঃ আরিফুজ্জামান শাহ্, চেয়ারম্যান ১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, রংপুর। মোঃ আরিফুজ্জামান শাহ্, ১নং চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামের প্রখ্যাত শাহ্ পরিবারে ৮-ই জানুয়ারী, ১৯৮১ সালে জন্ম গ্রহন করেন। অত্র গ্রামেই মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদ-এর জন্মস্থান। মোঃ আরিফুজ্জামান শাহ্,-এর পিতা মোঃ আবুল বাশার শাহ্ ছিলেন স্বনামধন্য ভেন্ডাবাড়ী এমএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চৈত্রকোল ইউনিয়ন ও এর আশেপাশের সকল ইউনিয়নে মোঃ আবুল বাশার শাহ্ এর বেশ নামডাক ছিলো। পারিবারিকভাবে পাঁচ ভাই ও চার বোনের মধ্যে মোঃ আরিফুজ্জামান শাহ্ তৃতীয়।
জনাব মোঃ আরিফুজ্জামান শাহ্, ১৯৯৬ সালে ভেন্ডাবাড়ী এমএল উচ্চ বিদ্যালয় এসএসসি পাশ করার পর ১৯৯৮ সালে পীরগঞ্জের শাহ আব্দুর রউফ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রসিদ্ধ সরকারী শাহ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ থেকে ২০০০ সালে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন।
২০২১ সালের ১১-ই নভেম্বর ইউনিয়ন পরিষদ ১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। (২০২১-২০২৬) মেয়াদে তিনি বর্তমান ১নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ও ইউনিয়নবাসীর কল্যাণ সাধনে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। জনাব মোঃ আরিফুজ্জামান শাহ্ বিবাহিত জীবনে এক কন্যা ও এক পুত্রের জনক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস